Ebar Jeno Onno Rokom Pujo Bangla Lyrics By Arijit Singh.

Ebar Jeno Onno Rokom Pujo Bangla Lyrics By Arijit Singh.

Ebar Jeno Onno Rokom Pujo Bangla Lyrics By Arijit Singh.


Song: Na Re Na

Singer:  Arijit Singh

Lyrics: Prasen

Music: Indraadip Dasgupta

Movie: Yoddha


Ebar Jeno Onno Rokom Pujo Song Lyrics 


এবার কেন অন্যরকম পুজো

আগের বছর ছিলাম কোথায় দুজন

চতুর্থীতেই পাখনা কেনা শুরু

মনের মালিক আসল নাটের গুরু


তুমি আমি এ পঞ্চমী

হুমম…

তুমি আমি এ পঞ্চমী,

থাকছি পাশে তাই

২৪×৭ কাটুক এরম ভাবেই চাই


পুজো পুজো পুজোয়

প্রেমের গন্ধ লেগেছে

তোমার আমার ভালবাসার

গল্প জমেছে (২)


ষষ্ঠীর সকাল, খুব বেসামাল

শাড়ির ভাঁজে নজর কাড়ার ইচ্ছে

সাধের সানাই বাজাতে চাই

কিন্তু এ মন বারণ করে দিচ্ছে


হে সপ্তমীটার ইচ্ছে দেদার

ফুচকা খাওয়ার ফন্দী পেটে আঁটলো

সাজতে লাগে অনেক সময়

ইচ্ছে আমার বড্ড ব্যাগার খাটলো


তুমি আমি আর অষ্টমী, প্যান্ডেলে রাত

একটু ফাঁকা সময় পেলে, কেয়াবাত কেয়াবাত


পুজো পুজো পুজোয়

প্রেমের গন্ধ লেগেছে,

তোমার আমার ভালোবাসার

গল্প জমেছে (২)


বলো দুগ্গা মাঈকি জয়

আসছে বছর আবার হবে (২)


নবমী দিন, অল্প রঙিন

ভুগলো এ মন, দিন ফুরোনোর রিস্কে

চল না বাপি, রাস্তা মাপি

আশের পাশের কাছের কোনো ডিস্কে


দশমী করো হয় মন খারাপ

এগিয়ে আসে মায়ের যাওয়ার ঘন্টা

আশায় থাকি, আসছে বছর

আবার উড়ুক এমনভাবেই মনটা


তুমি আমি কী দুষ্টুমি

কষছি মনে তাই

গোটা বছর এমনি কাটুক

এরমভাবেই চাই


পুজো পুজো পুজোয়

প্রেমের গন্ধ লেগেছে,

তোমার আমার ভালোবাসার

গল্প জমেছে (৩)


আসছে বছর আবার হবে

বলো দুগ্গা মাঈকি জয়…

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url