Lokkhiti (লক্ষীটি) Bangla Lyrics By Paloma Majumder.

Lokkhiti (লক্ষীটি) Bangla Lyrics By Paloma Majumder.

Lokkhiti (লক্ষীটি) Bangla Lyrics By Paloma Majumder.

Song: Lokkhiti

Singer: Paloma Majumder

Lyrics & Tune: Anupam Roy

Movie: Drishtikone

Music Label: Surinder Films


Lokkhiti Song Lyrics 


আমি কি তোমায় খুব বিরক্ত করছি 

বলে দিতে পারো তা আমায় 

হয়তো আমার কোনো প্রয়োজন নেই

কেন লেগে থাকি একটা কোনায় (২)


তুমি বলে দিতে পারো তা আমায়

চিঠি লিখবো না ঐ ঠিকানায় 

আমারওতো মন ভাঙে চোখে জল আসে

আর অভিমান আমারওতো হয়

অভিমান আমারওতো হয়


যদি এই মুঠো ভরা শিউলী ফুল

যদি এই খুলে রাখা কানের দুল

লক্ষীটি একবার ঘাড় নেড়ে

সম্মতি দাও আমি যাই ছেড়ে

এতো কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব 


তোমাকে ছুঁতে পারে না 

এতোবার আসা-যাওয়া একই পথ দিয়েকই তোমার তো চোখে পরে না

তাহলে কি আমি কেউ নই

যেন অজানা ভাষায় লেখা বই


আমারওতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি

সুযোগটা পাচ্ছি কই 

আমি সুযোগটা পাচ্ছি কই


যদি এই মুঠো ভরা শিউলী ফুল

যদি এই খুলে রাখা কানের দুল 

লক্ষীটি একবার ঘাড় নেড়ে 

সম্মতি দাও আমি যাই ছেড়ে

আমি কি তোমায় খুব বিরক্ত করছি



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url