Sokhi Tomare Bandhibo( সখী তোমারে বাঁধিব) Bangla Lyrics By Imran Mahmudul & Kona.

 Sokhi Tomare Bandhibo( সখী তোমারে বাঁধিব) Bangla Lyrics By Imran Mahmudul & Kona.

Sokhi Tomare Bandhibo( সখী তোমারে বাঁধিব) Bangla Lyrics By Imran Mahmudul & Kona.


Song Name :Sokhi Tomare Bandhibo

Singer(s): Imran Mahmudul & Kona

Tune / Music: Sojib

Lyricist: Ahmed Risvy

Music Label: Sultan Entertainment


Sokhi Tomare Bandhibo Song Lyrics 


(সখি তোমারে বাধিবো তোমারি থাকিবো

বাসিবো ভালো শুধু তোমারে) - ২ 

সখি তোমারে রাখিবো খুব আদরে

হো ও সখী তোমারে রাখিবো খুব আদরে

সখী তোমারে বাধিবো তোমারি থাকিবো 

বাসিবো ভালো শুধু তোমারে


কি যাদু করেছো কি মায়া দিয়েছো

পারিনা তোমারে ভুলিতে 

চোখেরি কাজলে সুখেরি আচলে

রয়েছো মিশে তুমি প্রানে তে

জনমে জনমে তোমারে গো চাই

মরনেও পাই যেন ওপারে

সখি তোমারে বাধিবো তোমারি থাকিবো

বাসিবো ভালো শুধু তোমারে 


ডুবিলে ডুবিবো ভাসিলে ভাসিবো

তোমারি দু হাত ধরিয়া

মরিলে মরিবো বাচিলে বাচিবো 

কখনো যাবো না ছারিয়া

জনমে জনমে তোমারে গো চাই

মরনেও পাই যেন ওপারে 

সখা তোমারে বাধিবো তোমারি থাকিবো

বাসিবো ভালো শুধু তোমারে

সখী তোমারে বাধিবো তোমারি থাকিবো 

বাসিবো ভালো শুধু তোমারে

বাসিবো ভালো শুধু তোমারে

বাসিবো ভালো শুধু তোমারে 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url