Tor Kache Ele ( তোর কাছে এলে) Bangla Lyrics By Akash Mahmud.

 

Tor Kache Ele ( তোর কাছে এলে) Bangla Lyrics By Akash Mahmud. 



Song : Tor Kache Ele 

Vocal : Akash Mahmud And Mohona

Lyrics : Ripon Mahmud

Music : Rohan Raj

Label : Ov Music Station


Tor Kache Ele Bangla Lyrics 


তোর কাছে এলেই শুধু

বোবা হয়ে রই

একা একা তোকে নিয়ে

কত কথা কই


তোর কাছে এলেই শুধু

বোবা হয়ে রই

একা একা তোকে নিয়ে

কত কথা কই


তোর কাছে এলে বুঝি

আমিতো আমার নই

কানে কানে মন বলে

আমি তার কি বা হই


তোর কাছে এলেই শুধু

বোবা হয়ে রই

একা একা তোকে নিয়ে

কত কথা কই


স্বপ্নের মায়াজালে

হয়ে গেছি বন্দি

সুখের সাথে আজ

করে নিবো সন্ধি


স্বপ্নের মায়াজালে

হয়ে গেছি বন্দি

সুখের সাথে আজ

করে নিবো সন্ধি


অনুভবে তোকে পাই

থাকিস দূরে যতই

অনুভবে তোকে পাই

থাকিস দূরে যতই


তোর কাছে এলেই শুধু

বোবা হয়ে রই

একা একা তোকে নিয়ে

কত কথা কই


গল্পের পাতা জুড়ে

মিশে গেছে মনটা

তোকে ছাড়া অসহায়

আমার এ জীবনটা


গল্পের পাতা জুড়ে

মিশে গেছে মনটা

তোকে ছাড়া অসহায়

আমার এ জীবনটা


যতো কাছে আসি আমি

ইচ্ছে বাড়ে ততই

ও যত কাছে আসি আমি

ইচ্ছে বাড়ে ততই


তোর কাছে এলেই শুধু

বোবা হয়ে রই

একা একা তোকে নিয়ে

কত কথা কই


তোর কাছে এলেই শুধু

বোবা হয়ে রই

একা একা তোকে নিয়ে

কত কথা কই


Tor Kache Ele Bangla Lyrics 


Tor kache elei shudhu

Boba hoye roi

Eka eka toke niye

Koto kotha koi


Tor kache ele bujhi

Amito amar noi

Kane kane mon bole

Ami tar ki ba hoi


Sopner mayajale

Hoye gechi bondi

Sukher sathe aj

Kore nibo sondhi


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url