Tomar Majhe Hoyto Ami Nei (তোমার মাঝে হয়তো আমি নেই) Bangla Lyrics By Akash Mahmud.

Tomar Majhe Hoyto Ami Nei (তোমার মাঝে হয়তো আমি নেই) Bangla Lyrics By Akash Mahmud. 



Song : Tomar Majhe Hoyto Ami Nei
Vocal : Akash Mahmud 
Lyrics : N. A. Zia
Music : HR Liton
Label : Popy Multimedia 


Tomar Majhe Hoyto Ami Nei Bangla Lyrics 


আমার মাঝে তুমি আছো 

তোমার মাঝে হয়তো আমি নেই 

আমার মাঝে তুমি আছো 

তোমার মাঝে হয়তো আমি নেই 


আমি একলা হয়তো চাই তোমায়

একলা ভালোবাসার দায়

আমি একলা হয়তো চাই তোমায়

একলা ভালোবাসার দায়


নিজের অজান্তেই আমি 

নিজেই কেদে দেই


তোমার মাঝে হয়তো আমি নেই 

আমার মাঝে তুমি আছো 

তোমার মাঝে হয়তো আমি নেই 


তোমার মনে দিচ্ছে দোলা 

হয়তো অন্য কেউ 

কেমনে সরল মনে লাগাও

দুখের ঢেউ 


তোমার মনে দিচ্ছে দোলা 

হয়তো অন্য কেউ 

কেমনে সরল মনে লাগাও

দুখের ঢেউ 


কান্দে মন তোমার লাগি

কেন তুমি হও বিবাগী

কান্দে মন তোমার লাগি

কেন তুমি হও বিবাগী


আমার এই প্রেমের মালা

কার গলাতে দেই


তোমার মাঝে হয়তো আমি নেই 

আমার মাঝে তুমি আছো 

তোমার মাঝে হয়তো আমি নেই 


পারিনা রে দুখের তরী 

একা বাইতে

মগ্ন তুমি কার ভাবেতে রাইতে


পারিনা রে দুখের তরী 

একা বাইতে

মগ্ন তুমি কার ভাবেতে রাইতে


রাত জাগা একেলা পাখি

ঘুমায় নারে দুটি আখি 

রাত জাগা একেলা পাখি

ঘুমায় নারে দুটি আখি 


আমার এই প্রেমের মালা

কার গলাতে দেই


তোমার মাঝে হয়তো আমি নেই 

আমার মাঝে তুমি আছো 

তোমার মাঝে হয়তো আমি নেই 


আমার মাঝে তুমি আছো 

তোমার মাঝে হয়তো আমি নেই 

আমার মাঝে তুমি আছো 

তোমার মাঝে হয়তো আমি নেই 


আমি একলা হয়তো চাই তোমায়

একলা ভালোবাসার দায়

আমি একলা হয়তো চাই তোমায়

একলা ভালোবাসার দায়


নিজের অজান্তেই আমি 

নিজেই কেদে দেই


তোমার মাঝে হয়তো আমি নেই 

আমার মাঝে তুমি আছো 

তোমার মাঝে হয়তো আমি নেই।। 


Tomar Majhe Hoyto Ami Nei Bangla Lyrics


Amar majhe tumi acho

Tomar majhe hoyto ami nai

Amar majhe tumi acho

Tomar majhe hoyto ami nai


Ami ekla hoyto chai tomay

Ekla valobasar day

Ami ekla hoyto chai tomay

Ekla valobasar day


Nijer ojantei ami 

Nijei kede dei.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url