Shanti Chukti Bangla Lyrics By Abanti Sithi And Rehaan Rasul.

 Shanti Chukti Bangla Lyrics By Abanti Sithi And Rehaan Rasul.





Song : Shanti Chukti

Film Name : Unish 20

Singer: Abanti Sithi And Rehaan Rasul

Lyrics : Shomeshwar Oli

Music Composer : Sajid Sarkar

Tune : Pijush Das

Director : Mizanur Rahman Aryan

Label : Chorki


Shanti Chukti Lyrics In Bengali 


তুই হেসে উড়িয়ে দে আমার যুক্তি

তোর সাথেই হবে শান্তি চুক্তি,

কারণে অকারণে রেষারেষি

আর জিলাপির প্যাঁচ পাবে মুক্তি। 


আমার কথা-কবিতায় নাক গলাতে

থাক সহ্য ক্ষমতার য-ফলাতে,

বোঝা যায় না তোর স্বভাব 

কী যে করি আমি,

শুধুই পারিস তুই গাল ফোলাতে। 


আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে

তুই আমার জীবনে থাক আরাম করে,

আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে

তুই আমার জীবনে থাক আরাম করে।


দুনিয়ার সবকিছু লাগে যদি ম্লান

তোর জন্য বানাতে পারি একটা গান,

যে সুরে ভেসে যাবে তোর সবই ভুল

মনে হবে শুধু লাইফ ইজ বিউটিফুল। 


এই আমি আসবো ফিরে শতবার

ডাকিস যদি একবার ডাকনাম ধরে।


আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে

তুই আমার জীবনে থাক আরাম করে,

আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে

তুই আমার জীবনে থাক আরাম করে।


তুই হেসে উড়িয়ে দে আমার যুক্তি

তোর সাথেই হবে শান্তি চুক্তি,

কারণে অকারণে রেষারেষি

আর জিলাপির প্যাঁচ পাবে মুক্তি। 


আমার কথা-কবিতায় নাক গলাতে

থাক সহ্য ক্ষমতার য-ফলাতে,

বোঝা যায় না তোর স্বভাব 

কোনো ভাবে তবু,

শুধুই পারিস তুই গাল ফোলাতে। 


আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে

তুই আমার জীবনে থাক আরাম করে,

আমার নাওয়া-খাওয়া-ঘুম হারাম করে

তুই আমার জীবনে থাক আরাম করে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url