Pagol Hoye Gechi Tor Preme Bangla Lyrics By Nazmul & Sujan.

 Pagol Hoye Gechi Tor Preme Bangla Lyrics By Nazmul & Sujan.



Song : Pagol Hoye Gechi Tor Preme 

Singer : Nazmul & Sujan

Lyrics : Priyo Hembrom

Actor : Rick & Sneha

Tune : Nazmul


Pagol Hoye Gechi Tor Preme Lyrics in Bengali  | পাগল হয়ে গেছি তোর প্রেমে লিরিক্স


চলতে চলতে দেখতে দেখতে

কবে যে হারিয়ে গেলাম তোর প্রেমে

চলতে চলতে দেখতে দেখতে

কবে যে হারিয়ে গেলাম তোর প্রেমে


অচেনা এই দুনিয়ায় 

রেখেছি তোকে বুকের মাঝে

কবে যে আপন করে পাবো তোকে

ধাক ধাক ধাক করে এ মন


তোকে ভাবি সারাক্ষণ

পাগল হয়ে গেছি তোর প্রেমে

ধাক ধাক ধাক করে এ মন

তোকে ছাড়া ভাল লাগে না এখন


পাগল হয়ে গেছি তোর প্রেম

আকাশের তারা, তুলে আনবো তোমার জন্য

তুমি যদি চাও

মেঘের ঐ মাঝে সাজিয়ে রাখবো, তুমি যদি চাও


চাইনা কিছু তোমায় ছাড়া আমার এ জীবনে

তোমায় ছারা একা থাকা ভাবিনিগো স্বপনে

ধাক ধাক ধাক করে এ মন

তোকে ছাড়া ভাল লাগে না এখন


পাগল হয়ে গেছি তোর প্রেমে

ধাক ধাক ধাক করে এ মন

তোকে ভাবি সারাক্ষন

পাগল হয়ে গেছি তোর প্রেমে


তোমায় হারাবার ভয়, 

চোখে ঘুম আসে না, দুরে যদি যাও

চির জীবন পাশে থেকো 

কথা দাও আমাকে, দু হাত বারাও


কথা দিলাম আমি তোমায় দুর আর যাব না

যতই আশুক ঝর বাধা ভুলে ত যাব না

ধাক ধাক ধাক করে এ মন

তোকে ভাবি সারাক্ষণ


পাগল হয়ে গেছি তোর প্রেমে

ধাক ধাক ধাক করে এ মন

তোকে ছাড়া ভাল লাগে না এখন

পাগল হয়ে গেছি তোর প্রেমে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url