Nei Ferar Poth Bangla Lyrics By Shafique Ahmed.

 Nei Ferar Poth Bangla Lyrics By Shafique Ahmed. 



Song : Nei Ferar Poth  (নেই ফেরার পথ)

Singer : Shafique Ahmed

Lyric : Mahmud Shaon

Tune & Music : Amit Kar

Label : Agniveena


Nei Ferar Poth Lyrics in Bengali 


খুব সহজে বলা যায়

সব ছেরে চলে যাও

বাধা থাকে কোনো

মুঠো থেকে আংগুল তুলে


চুপচাপ কিছু না বলে

চলে গেছি ঠিক যেমন (২


বোকা সময়ে বোবা মন

দুটি চেপে করে সহজ

বোকা সময়ে বোবা মন

দুটি চেপে করে সহজ


বেচে গেছি চলে এসে

খোলা নেই ফেরার পথ

বেচে গেছি চলে এসে

খোলা নেই ফেরার পথ


হচ্ছে না কি বিরক্ত কেউ 

ভাল আছে হয়ত সেও

থাকুক নিজের মত


রাত বারলে ভিতু আগুন

রোজ চেনা রিক্ত আদর

আলকো  বারে ক্ষত

আপসোসে মিলে না মানুষ

চুপ থাকলে সহজ




বেচে গেছি চলে এসে

খোলা নেই ফেরার পথ

বেচে গেছি চলে এসে

খোলা নেই ফেরার পথ


চেনার মানে মিছেমিছি

গন্ধ নিয়ে কাছাকাছি

বৃথা থাকার চেষ্টা

মনকে মনের ভরাসায়


ডাক পিয়নের ইশারায়

বারছে দেখার তৃঞ্চা

মেঘের মত গর্জন করে

আসেনা তার অসমজ


বেচে গেছি চলে এসে

খোলা নেই ফেরার পথ

বেচে গেছি চলে এসে

খোলা নেই ফেরার পথ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url