Moder Gorob Moder Asha Bangla Lyrics By Atul Prasad Sen.

 Moder Gorob Moder Asha Bangla Lyrics By Atul Prasad Sen.

Moder Gorob Moder Asha Bangla Lyrics By Atul Prasad Sen.


Song : Moder Gorob Moder Asha

Composed And Lyrics : Atul Prasad Sen


Moder Gorob Moder Asha Lyrics In Bengali 


মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা।

মাগো তোমার কোলে, 

মাগো তোমার কোলে, তোমার বোলে, 

কতই শান্তি ভালোবাসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 


কি যাদু বাংলা গানে

কি যাদু বাংলা গানে

গান গেয়ে দাঁড় মাঝি টানে,

গেয়ে গান নাচে বাউল, 

গেয়ে গান নাচে বাউল, 

গান গেয়ে ধান কাটে চাষা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 


বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্‌,

হেম, মধু, বঙ্কিম, নবীন,

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্‌,

হেম, মধু, বঙ্কিম, নবীন,

ওই ফুলেরই মধুর রসে 

ওই ফুলেরই মধুর রসে

বাঁধলো সুখে মধুর বাসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 


বাজিয়ে রবি তোমার বীণে

আনলো মালা জগৎ জিনে,

বাজিয়ে রবি তোমার বীণে

আনলো মালা জগৎ জিনে,

তোমার চরণ-তীর্থে মাগো 

তোমার চরণ-তীর্থে মাগো

জগৎ করে যাওয়া-আসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 


ঐ ভাষাতেই প্রথম বোলে

ডাকনু মায়ে মা, মা বলে,

ঐ ভাষাতেই প্রথম বোলে

ডাকনু মায়ে মা, মা বলে,

ঐ ভাষাতেই বলবো হরি

ঐ ভাষাতেই বলবো হরি, 

সাঙ্গ হলে কাঁদা হাসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 


মাগো তোমার কোলে, 

মাগো তোমার কোলে, তোমার বোলে, 

কতই শান্তি ভালোবাসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url