Kono Obhijog Nei Bangla Lyrics By Jishan Khan Shuvo.

 Kono Obhijog Nei Bangla Lyrics By Jishan Khan Shuvo. 

Kono Obhijog Nei Bangla Lyrics By Jishan Khan Shuvo


Song : Kono Obhijog Nei

Singer : Jishan Khan Shuvo 

Music : Yeasin Hossain Neru

Lyrics : Mehedi Hasan Limon

Presented by : SK Shahed Ali

Label : Central Music and Video [CMV]


Kono Obhijog Nei Song Lyrics In Bengali 


জীবন আমার পুড়ছে পুড়ুক 

তাতে কি যায় আসে,

যারে ভালোবাসি সে অন্যের হয়ে হাসে। 


দুঃখের কথা বলবো কারে 

শোনার তো কেউ নাই,

ব্যথার নৌকায় কষ্টের জল 

নীরবে ভাসাই। 


মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না,

মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না। 


বিশ্বাস করে তোকে আমি পরেছি প্রেমের রশ্মি 

তাই বলেতো আজ আমি বিনা দোষে দোষী,

বিশ্বাস করে তোকে আমি পরেছি প্রেমের রশ্মি 

তাই বলেতো আজ আমি বিনা দোষে দোষী,

আমার ব্যথা জানি রে তোর চোখে পড়বে না 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না। 


মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না,

মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না। 


বলে সবাই পাগল আমায় প্রেমের রোগে রুগী 

কেউ বোঝে না আজও আমি তোর মায়াতে ভুগি,

বলে সবাই পাগল আমায় প্রেমের রোগে রুগী 

কেউ বোঝে না আজও আমি তোর মায়াতে ভুগি,

জোয়ার ভাটা আসলো গেলো তুই তো ফিরলি না 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না। 


মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না,

মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না। 


জীবন আমার পুড়ছে পুড়ুক 

তাতে কি যায় আসে,

যারে ভালোবাসি সে অন্যের হয়ে হাসে। 


দুঃখের কথা বলবো কারে 

শোনার তো কেউ নাই,

ব্যথার নৌকায় কষ্টের জল 

নীরবে ভাসাই। 


মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না,

মরণ ছাড়া অন্য কিছু ভাবতে পারিনা 

তোরে ছাড়া আমি বন্ধু আমারই তো না। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url