Jadur Ayna ( যাদুর আয়না) Bangla Lyrics By Chorki.

 Jadur Ayna ( যাদুর আয়না) Bangla Lyrics By Chorki.

Jadur Ayna ( যাদুর আয়না) Bangla Lyrics By Chorki.


Song : Jadur Ayna

Singer : Atiya Anisha & Saif Zohan

Lyrics : Atanu Tias

Music : Jahid Nirob  

Label : Chorki


Jadur Ayna Lyrics in Bengali 


কি দেখাইলা বন্ধু তুমি

সুন্দর এখ খান আয়না

যাদুর আয়নায় মুখ দেখিতে

পাগল মনের বায়না

পাগল মনের বায়না, 

পাগল মনের বায়না


কি দেখাইলা বন্ধু তুমি

সুন্দর এখ খান আয়না

যাদুর আয়নায় মুখ দেখিতে

পাগল মনের বায়না

পাগল মনের বায়না, 

পাগল মনের বায়না


কেরলা কি যে ধুক

ধুকু ধুকু ধুকু, ধুকু ধুকু ধুকু

বুক করে ধুকপুক

বাকা চোখের চাহনি ত নয়


তীর ছোড়া ধনুক

বাকা চোখের চাহনি ত নয়

তীর ছোড়া ধনুক

যা হবার হোক


যেই যাই ভাবুক

কিছুই আসে যায় না

যা হবার হোক

যেই যাই ভাবুক

কিছুই আসে যায় না


কি দেখাইলা বন্ধু তুমি

সুন্দর এখ খান আয়না

যাদুর আয়নায় মুখ দেখিতে

পাগল মনের বায়না

পাগল মনের বায়না,

 পাগল মনের বায়না


পরেছি কোন ফাদে

হাত বারিয়ে চাদে

প্রেমে পরা মানুষ যারা

পাগল হয় কি স্বাধে


দেহের ভাজে মন মজেছে

পথ খুজে ত পায় না

দেহের ভাজে মন মজেছে

পথ খুজে ত পায় না


কি দেখাইলা বন্ধু তুমি

সুন্দর এখ খান আয়না

যাদুর আয়নায় মুখ দেখিতে

পাগল মনের বায়না

পাগল মনের বায়না, 

পাগল মনের বায়না

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url