Harai Bohudur( হারাই বহুদূর) Bangla Lyrics By Shusmita Anis and Tahsan Khan.

 Harai Bohudur( হারাই বহুদূর) Bangla Lyrics By   Shusmita Anis and Tahsan Khan.

Harai Bohudur( হারাই বহুদূর) Bangla Lyrics By   Shusmita Anis and Tahsan Khan.


Song Name :  Harai Bohudur

গান :  হারাই বহুদূর

Singer(s) :  Shusmita Anis and Tahsan Khan

Tune / Music :  Sajid Sarker

Lyricist :  Minar Rahman

Music Label :  New Music Paradigm Company

Release On :  2023-02-09


Harai Bohudur Lyrics in Bengali 


যদি তুমি আমার হাত ধরে 

অনেক দূর হেটে যাও

যদি তুমি আমার ঘুম হয়ে 

অনেক স্বপ্ন একে যাও 


যদি তুমি আলোর দিন হয়ে 

আমার আঙিনা সাজিয়ে দাও 

যদি তুমি আবার ভোর হয়ে

আমার এ হৃদয় রাঙিয়ে দাও 


তবে রোজ তুমি আমায় কাছে ডেকো 

ওই হাত দুটো ধরে ভালোবেসো 

আবারো দুজন একি সাথে গাইবো 

চেনা সেই সুর 


আমি সব ভুলে তোমার আকাশে 

অবুঝ সে পুরোনো বাতাসে 

তোমার ওই দুটো চোখের মায়াতে 

হারাই বহু দূর

আজ হারাই বহু দূর 


এখনো মেঘের ভাজে ভাজে 

তোমার অভিমান ভাসে

জোৎস্না ঘেরা মায়ার আড়ালে 

তোমার কথারা হাসে 


তোমার আমার গল্প গুলো 

আজো আমায় খোঁজে 

তোমার আমার কাব্য গুলো 

স্মৃতিরা বুঝে নীরবে


যদি তুমি একা নির্জনে 

আবার আমায় ভেবে যাও

যদি তুমি হঠাৎ বৃষ্টি হয়ে 

আবার আমায় ডেকে যাও

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url