Daaga ( দাগা) Bangla Lyrics By Dhruba Guha.

 Daaga ( দাগা) Bangla Lyrics By Dhruba Guha.

Daaga ( দাগা) Bangla Lyrics By Dhruba Guha.


Song: Daaga

Singer: Dhruba Guha

Lyric: & Tune: Prince Rubel

Music: Torik

Label: Dhruba Music Station


Daaga Lyrics In Bengali 


সহজ সরল মানুষ আমার সাদা কালো মন

সেই মনেতে দিলা দাগা বুঝলাম নারে কি কারন

সহজ সরল মানুষ আমার সাদা কালো মন

সেই মনেতে দিলা দাগা বুঝলাম নারে কি কারন


বেইমানি করিয়া আমারে ছারিয়া

বেইমানি করিয়া আমারে ছারিয়া

পাখি তুমি অন্য বুলি বলতাছো এখন

কেনো বল পাখি তোমার এমন আচরন

কেনো বল পাখি তোমার এমন আচরন


মনের দায়ে মনটা দিয়া সাজলাম আমি বোকা

জন্মের মত খাইলাম বুঝি এত বড় ধোকা

মনের দায়ে মনটা দিয়া সাজলাম আমি বোকা

জন্মের মত খাইলাম বুঝি এত বড় ধোকা


মন বুঝেনা, পাখি আমার হবে না

মন বুঝেনা, পাখি আমার হবে না

আমার হইলোরে মরন

কেনো বল পাখি তোমার এমন আচরন

কেনো বল পাখি তোমার এমন আচরন


এই ঘরেতে বসত করে ভেঙ্গি ঘরের বেরা

আমারে পর করিয়া শন্য দিলা উড়া

এই ঘরেতে বসত করে ভেঙ্গি ঘরের বেরা

আমারে পর করিয়া শন্য দিলা উড়া


বরই পাষান মন, আমায় ভাবনি আপন

বরই পাষান মন, আমায় ভাবনি আপন

তুমি হইলা ভিভাজন.....


কেনো বল পাখি তোমার এমন আচরন

কেনো বল পাখি তোমার এমন আচরন

সহজ সরল মানুষ আমার সাদা কালো মন

সেই মনেতে দিলা দাগা বুঝলাম নারে কি কারন


বেইমানি করিয়া আমারে ছারিয়া

বেইমানি করিয়া আমারে ছারিয়া

পাখি তুমি অন্য বুলি বলতাছো এখন

কেনো বল পাখি তোমার এমন আচরন

কেনো বল পাখি তোমার এমন আচরন


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url