Tumi Amar Moner Manush (তুমি আমার মনের মানুষ) Bangla Lyrics By Sabina Yasmin and Rafiqul Alam.

 Tumi Amar Moner Manush (তুমি আমার মনের মানুষ) Bangla Lyrics By Sabina Yasmin and Rafiqul Alam.

Tumi Amar Moner Manush (তুমি আমার মনের মানুষ) Bangla Lyrics By Sabina Yasmin and Rafiqul Alam.


Song : Tumi Amar Moner Manush 

Singer : Sabina Yasmin and Rafiqul Alam

Lyrics : Gazi Mazharul Anwar

Tune : Alauddin Ali

Music : Alauddin Ali

Movie : Shopner Prithibi

Label : G-Series Music


Tumi Amar Moner Manush Bangla Lyrics 

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর

তুমি আমার মনের মানুষ

মনেরই ভিতর


তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো

কোনদিনও পর।


তোমায় এক নজর না দেখলে পরে

পরাণ আমার পোড়ে

দেখলে পরে দুই নয়নে

তৃষ্ণা আরো বাড়ে


সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু

সামনে আমার প্রেমের সিন্ধু

পাইনা তারে এক বিন্দু


হায় আমি অভাগিনী

পিপাসার কাতর।


তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো

কোনদিনও পর


তোমার এত ভালোবাসা আমি

বল কোথায় রাখি

বুকের খাঁচায় বন্দী থেকো

ওগো অবুঝ পাখি


তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ

তোমার প্রেমে আমি অন্ধ

ফিরে যাওয়ার পথ বন্ধ


ইচ্ছে করে জনম ভরে

করিগো আদর।


তুমি আমার জান বন্ধু

অন্তরের অন্তর

তুমি আমায় করো নাকো

কোনদিনও পর।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url