Tomar Dekhano Pothe (তোমার দেখানো পথে) Bangla Lyrics By Samz Vai.

 Tomar Dekhano Pothe (তোমার দেখানো পথে) Bangla Lyrics By Samz Vai. 

Tomar Dekhano Pothe (তোমার দেখানো পথে) Bangla Lyrics By Samz Vai.


Song : Tomar Dekhano Pothe

Singer : Samz Vai 

Lyrics : Masud Rana

Tune : Samz Vai 

Music : Anim Khan

Label : TMH Music BD


Tomar Dekhano Pothe Bangla Lyrics 

 চোখের জলে স্মৃতির শাওলা ভাসে 

 আসার জোয়ারে সুখ দুঃখ হাসে 

 চোখের জলে স্মৃতির শাওলা ভাসে 

 আসার জোয়ারে সুখ দুঃখ হাসে 

 

কি আগুন লাগাইয়া গেলি 

বেঁচে থাকতেই প্রাণটা নিলে 

কোন দোষেতে তুই হইলি না আপন


বুক জলে জলে রে 

তাই পুরছে এই মন 

 ভুলে যেতে এই আমায় 

 কি ছিল কারণ 


বুক জলে জলে রে 

তাই পুরছে এই মন 

 ভুলে যেতে এই আমায় 

 কি ছিল কারণ 


একজনই ছিলিরে তুই 

দ্বিতীয় কেউ নাই 

তোকে ভেবে কষ্ট বুকে 

দিন কাটে তাই 


একজনই ছিলিরে তুই 

দ্বিতীয় কেউ নাই 

তোকে ভেবে কষ্ট বুকে 

দিন কাটে তাই 


শুনলিনা কোন বারন 

আর রাখলিনা আমায় শরন 

করে দিলি নস্ট হায় 

আমার এই জীবন 


বুক জলে জলে রে 

তাই পুরছে এই মন 

 ভুলে যেতে এই আমায় 

 কি ছিল কারণ 


বুক জলে জলে রে 

তাই পুরছে এই মন 

 ভুলে যেতে এই আমায় 

 কি ছিল কারণ 


আধার রাতে পূর্ণিমাতে

 তারা কথা কয়

আমারে তুই ভুইলা রইলি 

 কেমনে পরান সয় 


আধার রাতে পূর্ণিমাতে

 তারা কথা কয়

আমারে তুই ভুইলা রইলি 

 কেমনে পরান সয় 


এ কেমন জীবন যাপন

দিলিরে জিন্দা দাফন 

কেন করলিনা হায় 

নিজেকে শমন 


বুক জলে জলে রে 

তাই পুরছে এই মন 

 ভুলে যেতে এই আমায় 

 কি ছিল কারণ 


বুক জলে জলে রে 

তাই পুরছে এই মন 

 ভুলে যেতে এই আমায় 

 কি ছিল কারণ।। 

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url