Khub Boroshay (খুব বরষায়) Bangla Lyrics By Minar Rahman.

 Khub Boroshay (খুব বরষায়) Bangla Lyrics By Minar Rahman.

Khub Boroshay (খুব বরষায়) Bangla Lyrics By Minar Rahman.


Song : Khub Boroshay

Vocal : Minar Rahman

Lyrics : Asif Iqbal

Tune And Music : Amit Chatterjee And Ishan Mitra

Label : Gaanchill Music


Khub Boroshay Bangla Lyrics 

খুব বরষায় বৃষ্টি ফোটায় 

মন রেখে যায় জড়িয়ে তোমায়,

বেলা অবেলায়। 


দৃষ্টিতে ভাসে নদী

হৃদয়ের খেয়া পারাপার,

জীবনের এপার ওপার

তোমার আমার। 


এ মায়া যাক না থেকে 

চিরদিন চিরকাল,

তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে 

শুভ্র সকাল ..


আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও,

আজ সবুজে জড়াও, তোমায় আমায়। 


আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও

আজ সবুজে জড়াও, তোমায় আমায়।। 


আকাশ মেঘে জড়াজড়ি

দেখে দেখে মন হারায় জানি না কোথায়,

সেখানে তুমি আমি

পাশাপাশি পথে নামি অথৈ পূর্ণতায়।


এ মায়া যাক না থেকে 

চিরদিন চিরকাল,

তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে 

শুভ্র সকাল ..


আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও,

আজ সবুজে জড়াও, তোমায় আমায়। 


আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও

আজ সবুজে জড়াও, তোমায় আমায়।। 


ভাসে না কথার খেয়াল

নিরবতায় বুঝে নেয়া নিঝুম অনুভবে,

সবটুকু চাওয়া পাওয়া

ভুলে গিয়ে ভেসে যাওয়া বৃষ্টির কলোরবে। 


এ মায়া যাক না থেকে 

চিরদিন চিরকাল,

তুমি ছুঁয়ে থেকো বৃষ্টি হয়ে 

শুভ্র সকাল ..


আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও,

আজ সবুজে জড়াও, তোমায় আমায়। 


আজ ভিজিয়ে দিয়ে যাও

আজ অবুঝ হয়ে যাও

আজ সবুজে জড়াও, তোমায় আমায়।। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url