Devdas (দেবদাস) Bangla Lyrics By Samz Vai.

 Devdas (দেবদাস) Bangla Lyrics By Samz Vai. 

Devdas (দেবদাস) Bangla Lyrics By Samz Vai.


Song : Devdas 

Singer : Samz Vai

Lyric : Proshenjit Mondal

Tune & Music : Amit Kar

Language : Bangla

Label : Agniveena


Devdas Bangla Lyrics 

তোর প্রেমে যতো ব্যথা,

এই বুকে বাঁধলাম

তোর প্রেমে যতো ব্যথা,

এই বুকে বাঁধলাম

তোকে ভালোবেসে আমি

যতো বেশি কাঁদলাম


তোর প্রেমে যতো ব্যথা,

এই বুকে বাঁধলাম

তোকে ভালোবেসে আমি

যতো বেশি কাঁদলাম


এতো বেশি ব্যথা পেতে

এতো বেশি একা হতে (২ বার)

কাউকে দেখিনি ইতিহাস


ভালোবেসে এতো বেশি

কখনো কাঁদেনি দেবদাস

ভালোবেসে এতো বেশি

কখনো কাঁদেনি দেবদাস


যেই আমি দূরে গেলে 

কেঁদে কেঁদে ভাসাতি দু’চোখ

কি করে তা ভুলে গেলি 

জ্বেলে বুকে ব্যথারই দু’যোক (২ বার)


আসবি না ফিরে আর

বাসবি না ভালো আর (২ বার)

যাওয়ার আগে দিসনি আভাস


ভালোবেসে এতো বেশি

কখনো কাঁদেনি দেবদাস

ভালোবেসে এতো বেশি

কখনো কাঁদেনি দেবদাস


তোর বুকে মাথা রেখে

স্বাদ ছিলো কাঁটাবো জীবন

কি করে এই হাত ছেড়ে

দিয়ে গেলি একাকি মরণ (২ বার)


বুক ভরা হা হা কার

পাবো না যে তোকে আর (২ বার)

ভাবতেই থামে নিশ্বাস


ভালোবেসে এতো বেশি

কখনো কাঁদেনি দেবদাস

ভালোবেসে এতো বেশি

কখনো কাঁদেনি দেবদাস।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url