Buker Gobhire (বুকের গভীরে) Bangla Lyrics By Ismat Ara Eva.

 Buker Gobhire (বুকের গভীরে) Bangla Lyrics By Ismat Ara Eva.

Buker Gobhire (বুকের গভীরে) Bangla Lyrics By Ismat Ara Eva.


Song : Buker Gobhire 

Singer : Ismat Ara Eva

Lyric : Habib Mostafa

Tune : Habib Mostafa

Music : Zahid Bashar Pankaj

Cast : Imtu & Alongkar

Language : Bangla

Label : Agniveena


Buker Gobhire Bangla Lyrics 

বুকের যত গভীরে থাকে এ মন

তারও গভীরে তোমারই আসন

তোমাকে পেতে দেবো সব নির্বাসন

এই জীবনে তুমি সুখের কারণ


ফিরবো তোমার কাছে

রেখো আশে পাশে

করবো জমানো মিলন আলাপন (২ বার)


বুকের যত গভীরে থাকে এ মন

তারও গভীরে তোমারই আসন


প্রেমের এই সাগরে আজ দেখো জলোচ্ছ্বাস

তারারা ঝিলমিল করে মনেরই আকাশ

ও মধুবন সুবাসে শত ফুলেরই মেলা

ভ্রমরের গুঞ্জন হৃদয় উতলা


ফিরবো তোমার কাছে

রেখো আশে পাশে

করবো জমানো মিলন আলাপন


বুকের যত গভীরে থাকে এ মন

তারও গভীরে তোমারই আসন


এ মনের গহীনে তোমারই বসবাস

দুই দেহে একই প্রাণ যেন একই নিশ্বাস

ও বলে যাই সুরে ওই বনেই কোঁকিল

তুমি ছাড়া একদিন বাঁচা মুসকিল


ফিরবো তোমার কাছে

রেখো আশে পাশে

করবো জমানো মিলন আলাপন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url