Bhalobasa Keno Emon Hoy (ভালোবাসা কেন এমন হয়) Bangla Lyrics By Mahtim Shakib.

 Bhalobasa Keno Emon Hoy (ভালোবাসা কেন এমন হয়) Bangla Lyrics By Mahtim Shakib.

Bhalobasa Keno Emon Hoy (ভালোবাসা কেন এমন হয়) Bangla Lyrics By Mahtim Shakib.


Song : Bhalobasha Keno Emon Hoy

Singer : Mahtim Shakib

Lyrics : Prosenjit Ojha 

Tune And Music : Shovon Roy

Direction And Production : Protune Team

Cinematographer : Oup Ahmed

Label : Studio ProtuneBD


Bhalobasa Keno Emon Hoy Bangla Lyrics 

ভালোবাসা কেন 

এমন হয় চিরদিন,

যে যাকে ভালোবাসে

সে তাকে পায়না কোনদিন।


ভালোবাসা কেন 

এমন হয় চিরদিন,

যে যাকে ভালোবাসে

সে তাকে পায় না কোনোদিন।


হৃদয়ের টান

ছুটে চলে যেন নদী,

সব কিছু পেয়েও

না পাওয়ার এক ব্যাধি। - ২


ভালোবাসা কেন 

এমন হয় চিরদিন,

যে যাকে ভালোবাসে

সে তাকে পায় না কোনদিন।।


বুকের ভেতর অচেনা ব্যথায়

ভারি থাকে দিনরাত,

মনেতো পড়েনা কেউ কোনদিন

করেছে আঘাত। - ২


দিন যত যায় ততই যেন

বাড়তে থাকে ঋণ,

ও.. দিন যত যায় ততই যেন

বাড়তে থাকে ঋণ। 


ভালোবাসা কেন এমন হয় চিরদিন

যে যাকে ভালোবাসে,

সে তাকে পায়না কোনদিন।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url