Beiman Ekta Maiya ( বেইমান একটা মাইয়া) Bangla Lyrics By Gogon Sakib.

 Beiman Ekta Maiya ( বেইমান একটা মাইয়া) Bangla Lyrics By Gogon Sakib. 


Song : Beiman Ekta Maiya 

Singer : Gogon Sakib 

Lyric & Tune : Masum Taslim

Music : Jami Ul Hasan

Cast : Rakib Sultan,Riaz & Nowshin 

Label : Antor Multimedia


Beiman Ekta Maiya Bangla Lyrics 

বেঈমান একটা মাইয়া আমার

জীবনটারে নিয়া রে

নিজের মতো খেলা করে

গেলো ছাড়িয়া রে (২ বার)


এখন আমার দিন কাটিলেও

রাততো কাটে নারে

খোদার কাছে রাখবো বিচার

গেলে ওইপাড়ে


বেঈমান একটা মাইয়া আমার

জীবনটারে নিয়া রে

নিজের মতো খেলা করে

গেলো ছাড়িয়া রে


ঘুমের সাথে আড়ি 

হয় না ফেরা বাড়ি

পথে পথে ঘুরি আমি

হয়ে ফেরারী। (২ বার)


এখন আমার দিন কাটিলেও

রাততো কাটে নারে

খোদার কাছে রাখবো বিচার

গেলে ওইপাড়ে


বেঈমান একটা মাইয়া আমার

জীবনটারে নিয়া রে

নিজের মতো খেলা করে

গেলো ছাড়িয়া রে


পাগল বলে লোকে

জানে না কার দুঃখে

ব্যথার পাহাড় জমলো

আমার ছোট এই বুকে! (২ বার)

 

এখন আমার দিন কাটিলেও

রাততো কাটে নারে

খোদার কাছে রাখবো বিচার

গেলে ওইপাড়ে


বেঈমান একটা মাইয়া আমার

জীবনটারে নিয়া রে

নিজের মতো খেলা করে

গেলো ছাড়িয়া রে।।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url