Amar Ekta Tumi Hoilo Na (আমার একটা তুমি হইলো না) Bangla Lyrics By Samz Vai.

 Amar Ekta Tumi Hoilo Na (আমার একটা তুমি হইলো না) Bangla Lyrics By Samz Vai. 

Amar Ekta Tumi Hoilo Na (আমার একটা তুমি হইলো না) Bangla Lyrics By Samz Vai.


Song : Amar Ekta Tumi Hoilo Na

Vocal, Lyrics & Tune : Samz vai

Music Direction : Samz Vai

Directed By : Zidan Misbah

Edit & DOP : Zidan Misbah

Label : Samz Vai Official 


Amar Ekta Tumi Hoilo Na Bangla Lyrics   


আমার একটা মন হারায় গেলে

কে খুঁজে দিবে তাহারে

এই ভাবে আর প্রম হলো না,

কিছু পাওয়ার আগে হারাবার ভয়

লাগে শুধুই সংশয়

আমার এ স্বভাব গেলো না।


কে বলে তুমি না হইলে

এইভাবে কি জীবন চলে

আমারতো কই খারাপ লাগেনা,

কতজনায় মন হারাইলো

তার বিরহে সুর মিলাইলো

আমি গান গাইতে পারলাম না।


আমার একটা মন হারায় গেলে

কে খুঁজে দিবে তাহারে

এই ভাবে আর প্রম হলো না,

কিছু পাওয়ার আগে হারাবার ভয়

লাগে শুধুই সংশয়

আমার এ স্বভাব গেলো না।


কতজনা আইলো গেল

লাইলি মজনুর প্রেম শিখাইলো

আমার একটা তুমি হইলো না,

জীবন বন্দি ঘড়ির কাঁটায়

ক্যালেন্ডারের পাতা উল্টায়

আজও আমার দিন আইলো না।


একলা পাখি উইড়া দেখে কত বাহানা

তাহার লাগলে জোড়া ইচ্ছে ডানায়

আর মেলা হবে না।


আমার একটা মন হারায় গেলে

কে খুঁজে দিবে তাহারে

এই ভাবে আর প্রম হলো না,

কিছু পাওয়ার আগে হারাবার ভয়

লাগে শুধুই সংশয়

আমার এ স্বভাব গেলো না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url