Akash Chhnuye Asi (আকাশ ছুয়ে আসি) Bangla Lyrics By Mekhla Dasgupta.

 Akash Chhnuye Asi (আকাশ ছুয়ে আসি) Bangla Lyrics By Mekhla Dasgupta.

Akash Chhnuye Asi (আকাশ ছুয়ে আসি) Bangla Lyrics By Mekhla Dasgupta.

Song : Akash Chhnuye Asi

Singer : Mekhla Dasgupta

Music : Banikantha Saha

Lyrics : Sohodeb Saha

Music Design : Partha Paul

Audio Studio : Gaanbajna Musik Garage

Recordist : Soumen Paul

Audio Recording Photo And Video : Tirath Bindra

DOP, Edit And Colour :  Sutirtha Samanta

Asst DOP : Subhadip Majumder

Poster : Third Eye Entertainment And Media

 Label : World of Mekhla


Akash Chhnuye Asi Bangla Lyrics 

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি,

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি,

চলো দেখি ঘাসের ঠোঁটে

শিশির কণার হাসি,

চলো দেখি ঘাসের ঠোঁটে

শিশির কণার হাসি,

চলো আবার, 

নতুন করে বলি ভালোবাসি,

চলো আবার 

নতুন করে বলি ভালোবাসি,

চলো যাই আকাশ ছুঁয়ে আসি।। 


এই বদ্ধ জীবন, স্তব্ধ সময়

আর ভালো লাগে না,

স্বপ্ন দেখার ইচ্ছে গুলো

আর মনে জাগে না ..

এই বদ্ধ জীবন, স্তব্ধ সময়

আর ভালো লাগে না,

স্বপ্ন দেখার ইচ্ছে গুলো

আর মনে জাগে না। 


হৃদয় কে ছোঁয় না হৃদয়

থেকেও পাশাপাশি,

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি,

চলো যাই আকাশ ছুঁয়ে আসি।। 


সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে

লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে,

সেই রোদে পোড়া বৃষ্টি ভেজা অভিমানী মনে

লাগে না আর খুশির দোলা দেখার শিহরণে। 


সেই আগের মতো আছে তাড়া

আর তুমি বলো না,

আমায় আরও কাছে পেতে

করো না ছলনা। 

সেই আগের মতো আছে তাড়া

আর তুমি বলো না,

আমায় আরও কাছে পেতে

করোনা ছলনা। 


বলো না তুমি আমায় 

গল্প রাশি রাশি ..

চলো যাই আকাশ ছুঁয়ে আসি

চলো যাই মেঘের সাথে ভাসি,

চলো দেখি ঘাসের ঠোঁঠে

শিশির কণার হাসি,

চলো আবার, 

নতুন করে বলি ভালোবাসি,

চলো আবার, 

নতুন করে বলি ভালোবাসি।। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url