Aaj Pasha Khelbo Re Sham (আজ পাশা খেলবো রে শ্যাম) Bangla Lyrics By Samz Vai & Riddo.

 Aaj Pasha Khelbo Re Sham (আজ পাশা খেলবো রে শ্যাম) Bangla Lyrics By Samz Vai & Riddo.



Song : Aaj Pasha Khelbo Re Sham

Singer : Samz Vai & Riddo

Lyrics & Tune : Deenohin

Music : Remo Biplob

Label : A Music Series 


Aaj Pasha Khelbo Re Sham Bangla Lyrics 


ও শ্যাম রে তোমার সনে

শ্যাম রে তোমার সনে

একেলা পাইয়াছি রে শ্যাম

একেলা পাইয়াছি রে শ্যাম

এই নিথর বনে।

আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম ।।


একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা

একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা

চৌদিকে ঘিরিয়ারে রাখবো

চৌদিকে ঘিরিয়ারে রাখবো

সব সখী গণে।

আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম ।।


আতরো গুলাব ও চন্দন মারো বন্ধের গায়ে

আতরো গুলাব ও চন্দন মারো বন্ধের গায়ে

ছিটাইয়া দাও চুয়া চন্দন

ছিটাইয়া দাও চুয়া চন্দন

ঐ রাঙ্গা চরণে।

আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম ।।


দীনহীন আর যাবে কোথায় সাহেবের চরণ বিহনে

রাঙ্গা চরণ মাথায় লৈয়া

রাঙ্গা চরণ মাথায় লৈয়া

কান্দে দীনহীনে।

আজ পাশা খেলবো রে শ্যাম

আজ পাশা খেলবো রে শ্যাম ।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url