Tumi Tumi Kore Sudhu Mon (তুমি তুমি করে শুধু মন) Bangla Lyrics By FA Sumon.

 

Tumi Tumi Kore Sudhu Mon (তুমি তুমি করে শুধু মন) Bangla Lyrics By FA Sumon. 



Song : Tumi Tumi Kore Sudhu Mon

Vocal : FA Sumon & Brishty

Lyrics : Ahmed Risve

Music : F A Sumon 

Label : F A Sumon Official 




Tumi Tumi Kore Sudhu Mon Bangla Lyrics 


কি প্রেমে জড়ালে আমায়

তুমি তুমি করে শুধু মন 

ভালোবেসে যাব তোমাকে 

যতোদিন থাকবে এই জীবন 


কি প্রেমে জড়ালে আমায়

তুমি তুমি করে শুধু মন 

ভালোবেসে যাব তোমাকে 

যতোদিন থাকবে এই জীবন 


অভিমানের ঝরে 

যাব নাতো সরে

দেবোনা ব্যাথারই শ্রাবণ 


আমার হৃদয় নীড়ে

রাখবো তোমায় ধরে 

ছিন্ন হবে না এ বাধন


কি প্রেমে জড়ালে আমায় 

তুমি তুমি করে শুধু মন 

ভালোবেসে যাব তোমাকে 

যতোদিন থাকবে এই জীবন 


কাটেনাতো দিন মন উদাসীন 

যদি না দেখি তোমাকে 

ভুলে যদি যাও আড়ালে হারাও

বড় ব্যাথা লাগে এই বুকে


আমি দিবানিশি তোমার প্রেমে ভাষি

এ প্রেমের হবেনা মরন 

সকাল দুপুর সাজে

আমি তোমার মাঝে

ডুবে যেতে চাই সারাক্ষণ 


কি প্রেমে জড়ালে আমায় 

তুমি তুমি করে শুধু মন 

ভালোবেসে যাব তোমাকে 

যতোদিন থাকবে এই জীবন 


লাগে শুধু ভয় এই পরিচয় 

ভেঙে যদি যায় কখনো 

ছাড়বো না হাত, নামুকনা রাত

থাকবো তোমার পাশে তখনও 


তোমার ভালোবাসা 

প্রানে জাগায় আশা

একে যাই সুখেরই সপন


শুধুই তোমার হবো

তোমার পাশে রবো

তুমি যে আমার প্রিয়জন


কি প্রেমে জড়ালে আমায়

তুমি তুমি করে শুধু মন 

ভালোবেসে যাব তোমাকে 

যতোদিন থাকবে এই জীবন।।


Tumi Tumi Kore Sudhu Mon Bangla Lyrics


Ki preme jorale amay

Tumi tumi kore sudhu mon

Valobese jabo tomake 

Jotodin thakbe ei jibon 


Obhimaner jhore

Jabo nato sore

Debona bethari srabon


Amar hridoy nire

Rakhbo tomay dhore

Chinno hobe na e badhon.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url