Pagol Banaiya (পাগল বানাইয়া) Bangla Lyrics By Belal Khan.


Pagol Banaiya (পাগল বানাইয়া) Bangla Lyrics By Belal Khan. 



Song : Pagol Banaiya

Vocal : Belal Khan

Lyrics : Shomeshwar Oli

Music : Shovon Roy

Label : Belal Khan


Pagol Banaiya Bangla Lyrics 


তারে ছাড়া দুনিয়া আঁধার

হলো না সে তবু আমার

বুঝিনি ঠিক অথবা ভুল

দিয়েছি চাঁদের খোপায় ফুল।


তারে ছাড়া দুনিয়া আঁধার

হলো না সে তবু আমার

বুঝিনি ঠিক অথবা ভুল

দিয়েছি চাঁদের খোপায় ফুল।


পাগল বাইনাইয়া বন্ধু আমারে

কেন ভালোবাসা দিলা অন্য জনারে

পাগল বাইনাইয়া বন্ধু আমারে

কেন ভালোবাসা দিলা অন্য জনারে


তারে ছাড়া দুনিয়া আঁধার

হলো না সে তবু আমার

বুঝিনি ঠিক অথবা ভুল

দিয়েছি চাঁদের খোপায় ফুল


তারে ছাড়া দুনিয়া আঁধার

হলো না সে তবু আমার

বুঝিনি ঠিক অথবা ভুল

দিয়েছি চাঁদের খোপায় ফুল।


কেন আমার ফুল,

এভাবে পায়ে যাওরে দলিয়া

প্রেম আমার ভুল,

বানানে দিলা লিখিয়া


কেন আমার ফুল,

এভাবে পায়ে যাওরে দলিয়া

প্রেম আমার ভুল,

বানানে দিলা লিখিয়া


তুমি ছিলে আমারই,

ভুল ছিল তোমারই

তবু তুমি আমার পানে,

ফিরে চাউনারে


পাগল বাইনাইয়া বন্ধু আমারে

কেন ভালোবাসা দিলা অন্য জনারে

পাগল বাইনাইয়া বন্ধু আমারে

কেন ভালোবাসা দিলা অন্য জনারে


তারে ছাড়া দুনিয়া আঁধার

হলো না সে তবু আমার

বুঝিনি ঠিক অথবা ভুল

দিয়েছি চাঁদের খোপায় ফুল


তারে ছাড়া দুনিয়া আঁধার

হলো না সে তবু আমার

বুঝিনি ঠিক অথবা ভুল

দিয়েছি চাঁদের খোপায় ফুল।


রাতে আমার ঘুম আসেনা,

কারণ যাওরে বলিয়া

সুখ আমার ঘর ছাড়িয়া,

গেছে চলিয়া


রাতে আমার ঘুম আসেনা,

কারণ যাওরে বলিয়া

সুখ আমার ঘর ছাড়িয়া,

গেছে চলিয়া


আমি ভালোবেসেছি,

প্রেম গাঙে ভেসেছি

কেন তুমি তীরের কাছে,

টেনে নেও না রে


পাগল বাইনাইয়া বন্ধু আমারে

কেন ভালোবাসা দিলা অন্য জনারে

পাগল বাইনাইয়া বন্ধু আমারে

কেন ভালোবাসা দিলা অন্য জনারে


তারে ছাড়া দুনিয়া আঁধার

হলো না সে তবু আমার

বুঝিনি ঠিক অথবা ভুল

দিয়েছি চাঁদের খোপায় ফুল


তারে ছাড়া দুনিয়া আঁধার

হলো না সে তবু আমার

বুঝিনি ঠিক অথবা ভুল

দিয়েছি চাঁদের খোপায় ফুল


Pagol Banaiya Bangla Lyrics 


Tare chara duniya adhar

Holo na se tabu amar

Bujhini thik Ahoba bhul

Diyachi cader khopay phul

Pagol banaiya bandhu amare

Keno bhalobasa dila anyo jonare

Keno amar phul

Ebhabe peye jaore doliya

Prem amar bhul

Banane dila likhiya

Tumi chile amare

Bhul chilo tomare

Tabu tumi amar pane

Phire caunare

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url