Dube Jai (ডুবে যাই) Bangla Lyrics By Habib Wahid.

Dube Jai (ডুবে যাই) Bangla Lyrics By Habib Wahid. 



Song : Dube Jai

Vocal : Habib Wahid 

Lyrics : Faujia Sultana Poly

Music : Habib Wahid 

Label : Eagle Music Video

  


Dube Jai Bangla Lyrics 


ডুবে যাই আমি যেন ডুবে যাই

কিযে বয়ে যায়, 

তুই ছুঁয়ে দিলে হায়। 

তোর ছায়া এঁকে যায়...

আমি যে শুনশান, 

নিজেকে রাখা দায়

তোর শত বাহানায়।


জেনে যাস তুই গোপনে,

গোপনে মনের আগুন

আরও কাছে থেকে কাছে পেতে চাই।

কান পেতে তুই শুনে নে,

শুনে নে বুকের ফাগুন

এই আমি শুধু আজ তোকে চাই।


ডুবে যাই আমি যেন ডুবে যাই

কিযে বয়ে যায়, তুই ছুঁয়ে দিলে হায়। 


যায় উড়ে যায়,

পাখিরা সব ঘর ছেড়ে, কোন সুখেতে

সেই না পাওয়া সুখেরা চায় তোর চোখে

মিশে যেতে।

তোর ছায়া এঁকে যায়...

আমি যে শুনশান, নিজেকে রাখা দায়

তোর শত বাহানায়।


জেনে যাস তুই গোপনে,

গোপনে মনের আগুন

আরও কাছে থেকে কাছে পেতে চাই।

কান পেতে তুই শুনে নে,

শুনে নে বুকের ফাগুন

এই আমি শুধু আজ তোকে চাই।


ডুবে যাই আমি যেন ডুবে যাই

কিযে বয়ে যায়, তুই ছুঁয়ে দিলে হায়।


যেন লিখে যাই, ব্যথা যত কোন টানে

তোর আশাতে,

আর না মেলা কথারা প্রাণ ফিরে পায়

তোর হাসিতে।

তোর ছায়া এঁকে যায়..

আমি যে শুনশান, নিজেকে রাখা দায়

তোর শত বাহানায়।


জেনে যাস তুই গোপনে,

গোপনে মনের আগুন

আরও কাছে থেকে কাছে পেতে চাই।

কান পেতে তুই শুনে নে,

শুনে নে বুকের ফাগুন

এই আমি শুধু আজ তোকে চাই।


ডুবে যাই আমি যেন ডুবে যাই

কিযে বয়ে যায়, তুই ছুঁয়ে দিলে হায়।


Dube Jai Bangla Lyrics 


Dube jai ami jeno dube jai

Ki je boye jay tui chuye dile haay

Tor chaya eke jaay

Ami je shunshan nijeke rakha daay

Tor shoto bahanay


Jene jash tui gopone

Gopone moner agun

Aro kache theke kache pete chai

Kan pete tui shune ne

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url