Antore Aghat (অন্তরে আঘাত) Bangla Lyrics By RA Azmir.

 

Antore Aghat (অন্তরে আঘাত) Bangla Lyrics By RA Azmir. 



Song : Antore Aghat

Vocal : RA Azmir 

Lyrics : Nurealam Mamun 

Music : Jami Ul Hasan 

Label : Antor Multimedia Music 



Antore Aghat Bangla Lyrics 


এই অন্তরে আঘাত আমায় 

দিলি শতশত 

আমারে তুই দেখলি বন্ধু

পর মানুষের মতো 


এই অন্তরে আঘাত আমায় 

দিলি শতশত 

আমারে তুই দেখলি বন্ধু

পর মানুষের মতো 


কলিজাটা করলি ফালি

বিষের ছুরি দিয়া

ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া


কলিজাটা করলি ফালি

বিষের ছুরি দিয়া

ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া


হায়রে ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া


নিজের চেয়েও বেশী ভালো  

বাসছি আমি তোরে

তবুও তুই ছলনার বিষ 

ছারলি এই অন্তরে 


নিজের চেয়েও বেশী ভালো  

বাসছি আমি তোরে

তবুও তুই ছলনার বিষ 

ছারলি এই অন্তরে 


বিনা দোষে গেলি আমার 

মনটা ভাঙ্গিয়া

ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া


বিনা দোষে গেলি আমার 

মনটা ভাঙ্গিয়া

ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া


হায়রে ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া


ভাবছিলাম তুই তুলশি পাতা

ভুল ছিলো আমার 

পোড়ালি তুই এমন করে 

যেমন পোড়ে কামাড়


ভাবছিলাম তুই তুলশি পাতা

ভুল ছিলো আমার 

পোড়ালি তুই এমন করে 

যেমন পোড়ে কামাড়


ধুকে ধুকে আছি এখন 

না মরে বাচিয়া

ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া 


ধুকে ধুকে আছি এখন 

না মরে বাচিয়া

ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া 


হায়রে ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া 

ছলাকলা করলি বন্ধু 

আমার মনটা নিয়া।। 


Antore Aghat Bangla Lyrics


Ei ontore dili amay 

Aghat shoto shoto

Amare tui dekhli bondhu

Por manuser moto


Kolijata korli fali 

Biser churi diya

Cholakola korli bondhu

Amar monta niya.







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url