Odhikar(অধিকার) Bangla Lyrics By Rubel Khondkar.

Odhikar(অধিকার) Bangla Lyrics By Rubel Khondkar. 



Song : Odhikar

Vocal : Rubel Khondkar 

Lyrics : Rubel Khondkar 

Music : Wahed Shahin



Odhikar Bangla Lyrics 


রাখছি বেশি নজরদারি

কেউ নাহ করে তোমায় চুরি

পাহারাদার হলাম তোমার

আঠার মতো লেগে থাকি।


চোখের আড়াল হলে 

তুমি কি জানি কি

 একাই খুঁজি

শহর জুড়ে গুঞ্জন শুনি

সবখানেতেই শুধু তুমি।


ভুল হবে কিছু আমার

ভুল করার আছে অধিকার

ভেতরটাকে কে বোঝাবে

যদি তোমার কিছু হয়ে যায়


ভুল হবে কিছু আমার

ভুল করার আছে অধিকার।


সব কটা দিন লাগছে রঙিন 

এমন কখনো হয় নি আমার

অগোছালো এই আমি

সব শেখালে এসে তুমি।


তোমার ভেতর আমার এ দু প্রাণ

মুখ লুকিয়ে রাখো তোমার দেখবো 

সুদু কক্ষ কক্ষ দু খানি

আঙ্গুল ধরে টানছি দেখো 

ইশারা তে ও বায়না করি।


ভুল হবে কিছু আমার

ভুল করার আছে অধিকার

ভেতরটাকে কে বোঝাবে

যদি তোমার কিছু হয়ে যায়

ভুল হবে কিছু আমার

ভুল করার আছে অধিকার।


ভেতরটাকে কে বোঝাবে

যদি তোমার কিছু হয়ে যায়।


Odhikar Bangla Lyrics 


rakhchi beshi nojordari

keu nah kore tomay churi

paharadar holam tomar

athar moto lege thaki,

Chokher aral hole tumi

Ki jani ki ekai khuji

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url